রাজশাহীতে ৫ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা: ৫ হাজার ৯৪০ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ ও ধ্বংস
পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহী এবং পরিবেশ অধিদপ্তর নগরীর কয়েকটি বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫ জন ব্যবসায়ীর দোকান থেকে ৪ হাজার ৩৯০ কেজি পলিথিন এবং ১ হাজার ৫৫০ কেজি পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়া পলিথিন কেনাবেচায় জড়িত ব্যবসায়ীদের নিকট থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে র্যাব-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সরকার সর্বদাই সে¦াচ্চার। বর্তমান পরিবেশ উপদেষ্টার নির্দেশে পলিথিন নিরোধ কর্মসূচির অংশ হিসেবে র্যাব ফোর্সেসের বিভিন্ন ব্যাটালিয়ন দেশের বিভিন্ন জায়গায় পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করছে। এর প্রেক্ষিতে রাজশাহীতে অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণনে জড়িত কাশিয়াডাঙ্গার বি.এন স্টোর মালিক মোঃ অকবর আলীকে ২০ বিশ হাজার টাকা, রক্তিম ওয়ান টাইম মালিক মোঃ সারজিল আরিফকে ২০ বিশ হাজার টাকা; হরগ্রাম বাজারের শহিদ স্টোর মালিক মোঃ শহিদকে ১০ দশ হাজার টাকা; কোর্ট মার্কেটের মালিক মোঃ বেলালকে ২০ বিশ হাজার টাকা এবং কাটাখালির শুভ প্যাকেজিং মালিক মোঃ নুরুল ইসলামকে ২০ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উল্লিখিত ব্যবসায়ীর দোকান থেকে ৪ হাজার ৩৯০ কেজি পলিথিন এবং ১ হাজার ৫৫০ কেজি পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ করা হয়। পরে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ পলিথিন ধ্বংস করা হয়।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে র্যাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।