বাগমারায় নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাগমারা সংবাদদাতা :
রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক।
মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মেদ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, রাজশাহী জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, ঢাকা মহানগর ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল বাসার, মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক ও রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুল। প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।
সভায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক এবং বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা ও নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ভবানীগঞ্জের চাঁনপাড়ায় সাবেক চেয়ারম্যান ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সড়কের নামকরণ উদ্বোধন করেন।