রাজশাহীতে শিশুদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীতে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে ২৫শে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকালে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের নৃত্য শিল্পের জনক খ্যাত সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্য গুরু হাসিব পান্না, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন ও শিশু বক্তা এমএম হাসান ইনাম।অনুষ্ঠানে শিশু শিল্পীরা শিশু একাডেমি প্রাঙ্গন মুখরিত করে রেখেছিল কবিতা আবৃত্তি, বক্তৃতা আর নাচে।

রাজশাহী বেতারের উপস্থাপক সিরাজী ফেরদৌস ইমন’র সঞ্চালনায় এসময় শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক কাবেরি দেবনাথ সহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button