রাবিতে দুই দিনব্যাপী ২৩তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ২৩তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা। বাংলাদেশ গণিত সমিতি ও রাবি গণিত বিভাগ যৌথভাবে ‘দ্য ল্যাঙ্গুয়েজ অব সায়েন্স’ শীর্ষক প্রতিপাদ্যে সম্মেলন আয়োজন করেছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি গণিত বিভাগের অধ্যাপক মো. জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও রাবি বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নাসিমা আখতার। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের সভাপতি ও সম্মেলনসচিব অধ্যাপক মো. আসাবুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও বিজ্ঞানের প্রক্রিয়া মানুষকে উন্নত জগতে নিয়ে এসেছে। আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পথ দেখিয়েছিলেন। তার নাম ধরে আমরা স্বাধীনতা পেয়েছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই চেতনায় কাজ করে যাচ্ছেন। ড. শামসুজ্জোহা রক্ত দিয়ে আমাদের দেখিয়ে গেছেন শিক্ষক ও ছাত্ররা মিলে কী করতে পারে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানকে প্রচার করছে এবং করবে।