বরগুনায় লজিক প্রকল্পের দিনব্যাীপী কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি :
বরগুনায় লজিক প্রকল্পের আওতাভুক্ত পিবিসিআরজি স্কীমের অপারেশন্ ম্যানেজমেন্ট কমিটি, ইউপি চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরগুনার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় লজিক প্রকল্পের আওতাভুক্ত পিবিসিআরজি সেবামূলক স্কীমের ১৫টি অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা স্থানয় সরকার উপপরিচালক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা প্রকৌশলী-এলজিইডি মোঃ সাইফুল ইসলাম এবং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহ্ফুজুর রহমান। কর্মশালায় সঞ্চালক ছিলেন লজিক প্রকল্পের বরগুনা সদর উপজেলার ফেসিলিটেটর মোঃ মনোয়ার হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, ‘লজিক প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত ইনোভেটিভ স্কীমসমূহ সঠিক পরিচালনার মাধ্যমে টেকসই করতে হবে এ ব্যাপারে আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।
উপজেলা প্রকৌশলী-এলজিইডি, বরগুনা সদর বলেন , কমিটির সভা নিয়মিত করতে হবে, যাতে স্কীমের কোন সমস্যা হলে সাথে সাথে মেরামত করা যায়।
ইউপি চেয়ারম্যান, নলটোনা ইউনিয়ন পরিষদ বলেন , আপনারা দায়িত্বশীল হলে বাহিরের কারো সহযোগিতা ছাড়াই সুন্দরভাবে স্কীমগুলো পরিচালনা করা সম্ভব।
কর্মশালার সভাপতি বলেন, জলবায়ু সহনশীল এ স্কীমগুলোতে সরকার আপনাদের সাথে আছে, আপন্ারা আন্তরিকভাবে স্কীমগুলো পরিচালনা করেন এবং এখন থেকে সকলকে সেবা নেওয়ার সুযোগ করে দিন।
উল্লেখ্য যে, অপারেশন্ ম্যানেজমেন্ট কমিটি, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ৫৫ জন অংশগ্রহনকারী উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালায় লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান প্রকল্পের অংশীজন হিসেবে কমিটির দায়িত্ব, কর্তব্য ও করনীয় নিয়ে বিশদ আলোচনা করেন।