অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক::  রাজশাহীতে “বাংলাদেশে (Aquaculture) অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা” বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৭ সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে দিনব্যাপী রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেল কনফারেন্স রুমে   বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’র প্রফেসর ড.মোহাম্মদ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল।

কর্মশালায় বিশেষজ্ঞ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শামসুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. গৌতম কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ড. মারিয়া জামান ও রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় রাবির ফিশারিজ অনুষদের শিক্ষকমন্ডলী, বিভিন্ন জেলার মৎস্য কর্মকর্তা, ফিড কোম্পাীর কর্মকর্তা, মৎস্য খামারী, অ্যাকুয়াকালচার সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
CEFAS, রাজশাহী  বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, BFRF, BSFF সহযোগিতায় Aquaculture Network of Bangladesh এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। বর্তমানে বাংলাদেশে ৫০ লক্ষ টন মাছের মধ্যে ৫৮ শতাংশই মৎস্য চাষ থেকে আসছে। এ চাষ মূলত সাদু পানিতে রুইজাতীয় মাছ, পাঙ্গাস ও তেলাপিয়া মাছের মধ্যেই সীমাবদ্ধ, এর সাথে দেশীয় ছোট জাতের কিছু মাছও উৎপাদন হচ্ছে। এদেশে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্বেও Costal Aquaculture এর সাফল্য এখনও ঈপ্সিত লক্ষে পৌঁছায়নি এবং সাগরের মাছ চাষ এখনও শুরু হয়নি বললেই চলে। তাই সারা বাংলাদেশের Aquaculture-কে সঠিক ধারায় প্রবাহিত করা, টেকশই উন্নয়ন করা এবং উৎপাদিত পণ্য স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহার, বাজারজাতকরণ এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সহ সামগ্রিক কর্মকান্ড পরিচালনার জন্য একটি Aquaculture নীতিমালার প্রযোজন । সে কারণেই Aquaculture Network of Bangladesh সংস্থাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সংস্থা সমূহের সহযোগিতায় মৎস্য চাষে নেতৃত্বদানকারী বিভিন্ন বিভাগ বা অঞ্চলগুলোতে বিভিন্ন অংশীজনদের সাথে মতামত গ্রহন করে চলেছে৷ এরই ধারাবাহিকতায় কার্প জাতীয় মাছ চাষের জন্য বিখ্যাত এলাকা রাজশাহীতে এই আয়োজন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button