রাজশাহী মেডিকেল কলেজে ‘তাপ সম্পর্কিত অসুস্থতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজে ‘তাপ সম্পর্কিত অসুস্থতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) রাজশাহী শাখা রাজশাহী মেডিকেল কলেজের আমির উদ্দিন লেকচার গ্যালারিতে এই সেমিনার আয়োজন করে।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) রাজশাহী শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ নওশাদ আলী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ হাসান তারিক। প্যানেল বিশেষজ্ঞ ছিলেন অধ্যাপক ডা. নাজমুল হুদা, অধ্যাপক ডা. হাফিজুর রহমান, অধ্যাপক ডা. শাহীদা খাতুন ও অধ্যাপক ডা. রোকেয়া বেগম। সেমিনারের বিষয়বস্তু উপস্থাপন করেন অধ্যাপক ডা. আবু শাহীন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. জহিরুল হক। সেমিনারে রাজশাহী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহ জণিত অসুস্থতা থেকে নিজেদের রক্ষায় সকলকে সচেতন হতে হবে। কারণ অসুস্থ হওয়ার চেয়ে সচেতনতার মাধ্যমে সুস্থ থাকা শ্রেয়তর। প্রয়োজন ছাড়া দুপুরে রোদে ঘুরাঘুরি পরিহার করতে হবে। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে ছাতা অথবা হ্যাট-ক্যাপ ও সানগ্লাস ব্যবহার করতে হবে। যথাসম্ভব তরল খাবার, পানি ও স্যালাইন গ্রহণ করতে হবে। কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে দ্রুত হাসপাতালে যেতে হবে।
বক্তারা আরও বলেন, চলমান তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে থাকা মানুষের সুচিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতালের সংশ্লিষ্টদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে চিকিৎসাশিক্ষকগণ এই প্রশিক্ষণ প্রদান করছেন। যাতে যেকোনো ধরণের স্বাস্থ ঝুঁকিতে থাকা মানুষের জীবন রক্ষায় চিকিৎসক ও সংশ্লিষ্টরা সর্বদা নিয়োজিত থাকতে পারেন।