সিপিবি রাজশাহী মহানগর সম্মেলন: সভাপতি আইউব, সম্পাদক লিটন

নিজস্ব প্রতিবেদক: শোষণ, বঞ্চনা, বৈষম্য ও নির্যাতনের অবসান ঘটানোর প্রত্যয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), রাজশাহী মহানগর কমিটির সম্মেলনে আইউব হোসেন খান’কে সভাপতি ও অসীম সরকার লিটন’কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে৷
মঙ্গলবার ( ৫ আগষ্ট ) বেলা ১১ টায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি এ সম্মেলনের উদ্বোধন করেন৷
সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যায় সিপিবি রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়।
সিপিবি রাজশাহী মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রেজা জেনু’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল,সিপিবি নেতা অধ্যক্ষ জুলফিকার আহমেদ গেলাপ, মহানগর সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহীর প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, উদীচী রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, কৃষক সমিতি নেতা রাজিব আহসান জিমি, ট্রেড ইউনিয়ন সভাপতি আইয়ুব হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা ফিরোজ হোসেন, রাবি ছাত্র ইউনিয়ন সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক পরমা মোস্তফা ৷ স্বাগত বক্তব্য রাখেন সিপিবি রাজশাহী মহানগর সদস্য  সেলিনা বানু ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক এই দিনে এই সম্মেলনের আয়োজন করার মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি ঘোষণা করছে, বৈষম্যহীন সমাজ গড়ার যে তাগিদ শহীদের আত্মদানের মধ্য দিয়ে তৈরী হয়েছে তা বাস্তবায়ন করার লক্ষে কমিউনিস্ট পার্টি কাজ করে যাবে। তারা আরও বলেন, দেশের ভেতরে যেমন ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে লড়াই হয়েছে, একইভাবে কোনধরনের আধিপত্যকে দেশের মানুষ তথা বাঙালী জাতি তা গ্রহন করেনি। তেমনভাবে ভারতীয় আধিপত্যকে প্রতিহত করেছে, একইভাবে আগামী দিনে আমেরিকার যে ষড়যন্ত্র এবং আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে যে প্রচেষ্টা আছে তাকেও প্রতিহত করা হবে এবং বাংলাদেশে একটা শোষণমুক্ত, শ্রেণী বৈষম্য দূর করে একটা সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা কমিউনিস্ট পার্টি কায়েম করবে সেই লড়াই করছে। তারা সম্মেলনের সাফল্য কামনা করেন এবং রাজশাহীর জনগনকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এর আগে সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে “জুলাই ২৪ এর অগ্নিমশাল অতিক্রম করবে ক্রান্তিকাল” স্লোগানে একটি সমাবেশ ও গণমিছিল করেন তারা। নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেব বাজার মনিচত্বর হয়ে আলুপট্টি মোড়ে গণমিছিলটি শেষ হয়। এরপর উদীচী’র শিল্পীদের গাওয়া জাতীয় সংগীত ও ইন্টারন্যাশনাল সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী ব্যানারে, “শোষণ মুক্তি ও সমাজতন্ত্রের সংগ্রাম চলছে চলবে। শোষণ বঞ্চনা বৈষম্য নির্যাতনের অবসান করতে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করুন। ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ ও নব্য ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহত করুন। মব, সন্ত্রাস, খুন ধর্ষণ রুখে দাঁড়ান। চট্টগ্রাম বন্দর ইজারা, রাখাইনে করিডোরের নামে সাম্রাজ্যবাদী
আগ্রাসন রুখে দাঁড়ান ৷ নির্বাচন সংস্কার ও বিচার নিয়ে দ্বন্দমূখর রাজনৈতিক সঙ্কট নিরসনে দ্রুত নির্বাচন দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল অপতৎপরতা রুখে দিন।” স্লোগান গুলোতে উপস্থিতদের উদ্দীপ্ত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button