বিএমডিএ পরিচালনা বোর্ডের নতুন সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী বরেন্দ্র বহুমুুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দেশ টিভির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ প্রতিদিনের রাজশাহীস্থ নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ উল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) প্রধান কার্যালয়ে পরিচয়পর্ব শেষে নতুন পরিচালনা বোর্ডের এই সদস্যকে ফুলের ডালা দিয়ে বরণ করেন বিএমডিএ’র চেয়ারম্যান, সাবেক সংসদ্য সদস্য বেগম আখতার জাহান ও নির্বাহী পরিচালক (ইডি) প্রকৌশলী আব্দুর রশীদ। এসময় বিএমডিএ’র প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।