মান্দায় সড়ক দুর্ঘটনা : ছেলে ফারাবির পর চলে গেলেন মা রেশমা খাতুনও

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশু ফারাবি হোসেনের পর চলে গেলেন মা রেশমা খাতুন (৩০)। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল এই দুর্ঘটনায় পাঁচ মাস বয়সী শিশু সন্তান ফারাবি হোসেন (৫) ঘটনাস্থলেই মারা যায়।
জানা গেছে, জেলার পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামের বাসিন্দা ফিরোজ হোসেন। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে তারা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু ফারাবি। পরে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফিরোজ হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩০) ও মেয়ে ফারিয়াকে (৮) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রেশমা খাতুন মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর মায়ের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।