‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ খাদ্য উৎপাদনে স্মার্ট কৃষির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ খাদ্য উৎপাদনে স্মার্ট কৃষির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে প্রযুক্তিগত কৃষি-অর্থনৈতিক প্রতিষ্ঠান ‘আইফার্মার’ এই সেমিনার আয়োজন করে।

সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, প্রিন্ট মিডিয়া ও রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের কৃষি অনুষদের উর্ধতন কর্মকর্তাগণ বক্তব্য দেন। বক্তারা বরেন্দ্র অঞ্চলে নিরাপদ খাদ্য উৎপাদনে স্মার্ট কৃষির ভূমিকা নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। সেমিনারে কোম্পানির কার্যক্রম উপস্থাপন করেন সিইও ফাহাদ ইফাজ। তিনি তার বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

তিনি বলেন, আইফার্মার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিনিয়োগকৃত প্রতিষ্ঠান। স্মার্ট বাংলাদেশ বিনির্মিানে প্রতিষ্ঠানটি কাজ করছে। সেমিনারে বরেন্দ্র অঞ্চলের কৃষক, আইএফসি প্রতিনিধি ও সরবরাহকারীগণ অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button