মান্দায় পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মান্দা উপজেলার তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা সময় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর আখতারুজ্জামান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনতা রানী সহ উপজেলার বিভন্ন ইউনিয়নের পাট চাষীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ১৪ টি ইউনিয়নের চাষিদের মাঝে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।