রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল গত শনিবার (৩০ মার্চ) নগরীর হোটেল ওয়ারিশনে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা।
সভায় স্বাগত বক্তব্য দেন উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে ত্রি-বার্ষিক মেয়াদে মোঃ সেলিম রেজাকে পুনরায় সভাপতি এবং আবু বাক্কার আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ-সভাপতি বিমল কুমার সরকার, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ ও সাধারণ সম্পাদক এনামুল হক, রাজশাহী বেনতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সহ-সভাপতি মমতাজ উদ্দিন, পিযুষ কান্তি কুণ্ডু, যুগ্ম সম্পাদক চন্দন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক এ বি এম হাবিবুল আলম ও কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী মন্ডল প্রমুখ।