সরকারি মহিলা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রধান অতিথি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেদৃদ্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার উদ্ধোধন করা হয়। এরপর কলেজ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধের উপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ সাইদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। সভায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা ও বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই হোক আজকের দিনে আমাদের একান্ত প্রত্যাশা।” আলোচনা শেষে ২৬ মার্চ উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, দেশের গান ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button