রাজশাহীতে সমাজসেবক শাহ আলম’র জন্ম বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সেবাধর্মী প্রতিষ্ঠান এসএ ফ্যামিলি লিমিটেড’র চেয়ারম্যান ও এমডি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহ আলম’র ৪৫ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটির রাজশাহী শাখার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী নগরীর শিরোইল দোশর মন্ডলের মোড়ে সকাল থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে কুরআন তেলাওয়াত, এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ সময় এসএ ফ্যামিলি লিমিটেড রাজশাহী শাখার সভাপতি মো: নূরে আলম খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর পাঁচআনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: সাকিব আল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরোইল জামে মসজিদের ঈমাম মুফতি আমিনুল ইসলাম।