বিএনপি নেতা আসলাম সরকার গুরুতর অসুস্থ, সকলের কাছে দোয়া প্রার্থী

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম সরকার গুরুতর অসুস্থ। তার পরিবার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টার যোগে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১২ টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর এনজিওগ্রাম করে সফলভাবে হার্ট এ রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরিচর্যায় রয়েছেন।
তাঁর অসুস্থতার খবর পেয়ে সার্বিক খোঁজ খবর নিতে তাৎক্ষণিক ছুটে যান
রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন সহ অনেকেই।