রাজশাহীতে বিএনপির ৩১ দফা প্রচার কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
তারই অংশ হিসেবে শনিবার রাজশাহী মহানগর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে নগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, নগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লালটু, নগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শ্যামল, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রকিব উদ্দিন সজল, নগর যুবদলের সাবেক নেতা সবুজ আলী, যুবদল নেতা রুহুল আমিন, বুলবুল ইসলাম সুইটসহ এলাকার অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি গণমুখী রূপরেখা, যা দেশের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, তারা এ কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের জন্য জনসচেতনতা গড়ে তুলতে বদ্ধপরিকর।