সাংবাদিক জাবীদ অপুর পিতার মৃত্যুতে সাংবাদিক কল্যাণ সমিতির শোক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির পরিচালক (অর্থ) ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের ক্যামেরাপার্সন জাবীদ অপুর পিতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাত, মহাসচিব কাজী শাহেদ সহ সকল পরিচালক ও সদস্যবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, দৈনিক সোনালী সংবাদের প্রধান আলোকচিত্রী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা’র ভিডিওগ্রাফার জাবীদ অপুর পিতা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মো: আব্দুল কাদের বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। শনিবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহৃমের জানাজার নামাজ রবিবার (২ মার্চ) বাদ যোহর নগরীর টিকাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানাজায় রাজশাহীর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাসহ মরহুমের অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।