বরেন্দ্র কলেজে ছাত্র রাজনীতি বন্ধে উত্তাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র কলেজে ছাত্র রাজনীতির অনুপ্রবেশ বন্ধে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন, গণসাক্ষর ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহী বরেন্দ্র কলেজে সব ধরনের রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধ, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি বন্ধ রাখতে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা৷ “শিক্ষা না রাজনীতি, শিক্ষা শিক্ষা”, “এই কলেজে রাজনীতি, চলবে না চলবে না”, “জুলাই অভ্যূত্থান বৃথা যেতে, দেব না দেব না” এরকম বিভিন্ন স্লোগানে তারা দীর্ঘক্ষণ কলেজ ক্যাম্পাস উত্তাল করে রাখেন৷ এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মোরসালিন (এইচএসসি-২৪), আবু সাঈদ:(এইচএসসি ২৫), ইরাম আজমাইন মুগ্ধ (এইচএসসি ২৩ ও সাবেক দলনেতা বরেন্দ্র কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট),
নয়ন(এইচএসসি ২৪), আসিফ (এইচএসসি ২৪), বেনজির(এইচএসসি ২৫), হুমাইরা(এইচএসসি ২৬), মাইশা(এইচএসসি ২৬), অনু(এইচএসসি ২৬), সুকর্ণা (এইচএসসি ২৪) প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা এই কলেজে শুধুমাত্র পড়াশোনার জন্যই এসেছি, অন্য কোন কাজে নয়। কাজেই রাজনীতি করে সময় নষ্ট করে পড়ালেখার পরিবেশ নষ্ট হোক এটা আমরা চাই না। আমরা সকল প্রকার রাজনৈতিক ক্রিয়াকলাপ রুখে দেব৷ এর পরেও যদি যে কোন রাজনৈতিক দল তাদের লেজুড় বৃত্তিক কার্যকলাপ চালাতে চায়, তাহলে আমরা এরচেয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এদিকে শিক্ষকদের সাথে কথা বললে জানা যায়, কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে রেজুলেশনেও রাজনীতি মুক্ত কলেজ হিসাবে লেখা আছে৷

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button