আগামী ১৮ জানুয়ারি রাজশাহীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তাঁর রাজশাহীতে আগমন উপলক্ষ্যে মাঠ ও মঞ্চ প্রন্তুত পরিকল্পনার উদ্দেশ্যে সম্মেলনের মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা ও মহানগর শাখা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল, রাজশাহী জেলার সেক্রেটারী গোলাম মুর্তজা, সহ-সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল, আইবিডাব্লিউ সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারী জসিমউদ্দিন সরকার, যুব সেক্রেটারী সালাউদ্দিন আহমেদ এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জেলা এবং মহানগরী নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে সম্মেলনের সফলতা কামনা করে রাজশাহী মহানগরের সেক্রেটারী ইমাজউদ্দিন মন্ডল বলেন, আপনারা জানেন যে, আগামী ১৮ জানুয়ারী রাজশাহী জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগরের জামায়াতের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন বলে জানান তিনি।

নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, দীর্ঘ ১৪ বছরের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রন্তুতি রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button