ক্রীড়াই পারে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি জাতি গঠন করতে : এডভোকেট শফিকুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক : মাদক ও সন্ত্রাসমুক্ত জাতি গঠনে ক্রীড়া একটি বড় মাধ্যম। কারণ যারা খেলাধুলার সাথে জড়িত তারা কখনো মাদকে আসক্ত হয়না। এমনকি তারা কখনো দেশদ্রোহী বা সন্ত্রাসী হয়না। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে বাঁচাতে হলে বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এজন্য তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে। গতকাল শনিবার পবা উপজেলার নওহাটা পৌরসভার দুয়ারী নবায়ন সংঘ আয়োজিত ২৬তম একদিনের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শুধু সুন্দর একটি জাতী গঠনই নয়, একটি দেশকে দ্রুত বিশ্বের দরবারে স্বীকৃতি ও পরিচিত করতে ক্রীড়ার কোন বিকল্প নাই। ক্রীড়াই পারে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি জাতী গঠনে সহায়তা করতে বলে উল্লেখ করেন তিনি। অনেক পরে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ন ফুটবল খেলা উপভোগ করলেন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, দুইদল অত্যন্ত সুন্দও খেলেছে। জয় পরাজয় থাকবেই। এটাকে মেনে নিয়ে আগামীতে কিভাবে বিজয়ী হওয়া যায় সে ভাবে দল তৈরী কা আহ্বান জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শনিবার দুয়ারী স্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টে ফাইনাল খেলায় ট্রাইবেকারে ন্যামনাল ব্যাংক কাঁঠালপাড়া একাদশ দুয়ারী নবায়ন সংঘকে ৪-২ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুয়ারী নবায়ন সংঘের সভাপতি এনায়েতুল্লাহ খান সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওহাটা বিএনপি’র আহ্বায়ক ও পৌর সাবেক মেয়র আলহাজ¦ শেখ মকবুল হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সদস্য শরিফুর রহমান শরিফ ও রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পি.পি এডভোকেট শামিম আহম্মেদ।

খেলার সার্বিক দায়িত্বে ছিলেন আজমল রহমান মধু, এবাদুর রহমান, হেফাজ উদ্দিন, আব্দুল হাকিম, ইউসুফ রানা উজ্জল, সাজ্জাদ হোসেন, মোকলেছুর রহমান, আশরাফুল ইসলাম রঞ্জু, মামুন-অর-রশিদ ও ইসতিয়াক মেহেদী। এছাড়াও অংশগ্রহনকারী সকল দলের কোচ, ম্যানেজার ও অন্যান্য কর্ণধারবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button