বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নিয়েছে এক তরুণী। সোমবার সকালে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়ার মৃত ফটিক আলীর ছেলে প্রেমিক ফরহাদ রেজা মিলনের বাড়িতে অবস্থান নেয় সিরাজগঞ্জের ইটালি গ্রামের এক তরুণী।

এ সময় বিয়ের দাবিতে অনশন করলে মিলনের ভাই মেহেদী ও তার স্ত্রী, মিলনের মা সহ অন্যরা তাকে মারধর করে গুরুতর জখম করে। ওই তরুণী জানায়, প্রেমিক মিলন তাকে বিয়ের প্রলোভন দেখিয়া প্রায় ১ বছর থেকে শারিরীক সম্পর্ক করে আসছে। তার অজান্তে মিলন তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও মোবাইল ফোনে ধারন করে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই আবুল হাসেম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা শেষে ওই তরুণী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button