সিনিয়র সহকারী সচিব হলেন রাজশাহী জেলা প্রশাসনের ৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন রাজশাহীতে কর্মরত ৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের সাতজন কর্মকর্তা। গতকাল রবিবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, চারঘাটের প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মোশাররফ, বাগমারার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব ও বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।

এ সময় রাজশাহী জেলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়াসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাউপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী তাদের পদোন্নতি দিয়েছে সরকার। এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button