রাজশাহী রেলওয়ে স্টেশন ক্যান্টিনের কর্মচারীদের অগ্নীনির্বাপণ প্রশিক্ষণ প্রদান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থিত রেলওয়ে ক্যান্টিনের কর্মচারীদের মাঝে অগ্নীনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্যান্টিন মালিক মোঃ রমজান আলী এই প্রশিক্ষণের আয়োজন করেন।
তিনি বলেন, সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনা, হোটেল-রেঁস্তরা ও সপিংমলে অগ্নীকাণ্ড ঘটছে।
তাই তিনি তার হোটলটিকে অগ্নী থেকে সুরক্ষার জন্য সকল কর্মচারীদের অগ্নীনিবার্পণের কলা কৌশল ও প্রশিক্ষণ দিচ্ছেন। যাতে অনাকাঙ্খিত আগুন থেকে হোটেলটি ও হোটেলে অপেক্ষমান মানুষ জন রক্ষা পায়।
নিজ প্রতিষ্ঠান রক্ষার জন্য হলেও প্রতিটি স্থাপনা মালিককে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নীনির্বাপণ সামগ্রী রাখা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া আবশ্যক।