রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকারের নেতৃত্বে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে সকল শহিদদের স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেডু সরকার বলেন, ‘২৬ মার্চ বাংলার ইতিহাসের এক অনন্য গৌরবের দিন, মুক্তিযুদ্ধের সম্মুখ সূচনার ক্ষণ এবং অকুতোভয় বীর বাঙ্গালীর দৃঢ় সংকল্পের প্রতীক। বাংলার অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষ খুঁজে পায় মুক্তির পথ এবং লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জন্ম হয় লাল সবুজের পতাকাশোভিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশকে স্বাধীন করতে যারা বাধাগ্রস্থ করেছিল, সেই অপশক্তি এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করতে যাচ্ছেন। সেই স্বপ্ন পূরণে বিগত দিনে বাধাগ্রস্থ করেছে তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে সকল নেতৃবৃন্দের প্রতি উদার্ত আহ্বান জানান ও শপথ নেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের মহানগর সহ-সভাপতি শাহাদাৎ হোসেন বাদশা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবেদ আলী, সদস্য মোঃ শাহিনুর রহমান, রবি পাল, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বুলবুল আহমেদ, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাজীব শেখ, সদস্য মোঃ মিজানুর রহমান, আরিফ, রাকিব, সারাফাৎ, শীমূল, মামুন, মোঃ আল আমিন, রানা, আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।