রাজশাহীতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ৩ বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল’র আয়োজনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও নগরীর মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফয়সাল সরকার ডিকো, শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানহর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, ঈষমাইল আলী রাহী, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক, যুগ্ম-সম্পাদক সাদিউল ইসলাম সজিব, মহানগর যুবদলের সদস্য বনি সরদার, মাসুদুল হক মৃধা মমিন, হাফিজুর রহমান আপেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, বসির উদ্দিন সনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইদ আলী, শিপলু, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল ক্বালাম আজাদ তপন, বোয়ালিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহম্মেদ রায়হান সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।