প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে গানে গানে স্মরণ
৬৯ তম জন্ম উৎসব

শাহিনুর রহমান সোনা : ‘গানে গানে এন্ড্রু কিশোর” শিরোনামে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিশ্বনন্দিত সংগীত শিল্পী প্লেব্যাক সম্রাট কন্ঠরাজ এন্ড্রু কিশোর’র ৬৯ তম জন্ম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল থেকে রাত অবধি রাজশাহী নগরীর পাঠান পাড়া পদ্মা পাড়ের লালন শাহ্ মুক্ত মঞ্চে ঐতিহ্যবাহী নন্দন সাহিত্য একাডেমির আয়োজনে রাজশাহী বেতার, টেলিভিশন ও স্থানীয় শিল্পীরা এন্ড্রু কিশোরের গাওয়া অসংখ্য কালজয়ী গান গেয়ে ভক্ত-শ্রোতাদের মাতালেন, স্মরণ করলেন রাজশাহীর কৃতি সন্তান প্লেব্যাক সম্রাটখ্যাত বিশ্বনন্দিত শিল্পী প্রয়াত এন্ড্রু কিশোর’কে।
রাজশাহীর বেতার, টেলিভিশন ও স্থানীয় শিল্পীদের মধ্যে সাউথিয়া জামান মীম, আনোয়ার হোসেন, এ,আর জাহিন, নাহিদা আইরিন সাথী, আন্জুমান আরা সুমি, নাহিদা আক্তার নেহা, সায়ন্তিকা সাথী, আফরিন তাবাসসুম কথা, বেলাল উদ্দিন, মো:মামুন, নাজমুল হক, আমজাদ হোসেন প্রমুখ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। বাদ্যযন্ত্রে ছিলেন প্রতিধ্বনি ব্যান্ডের এম জুয়েল, টুটুল ইসলাম জয়ি, নাইমুল হক দিপু, পারভেজ ও শামীম।
উত্তরবঙ্গে নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্যগুরু হাসিব পান্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি (অপারেশনস) মুহাম্মাদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের প্রফেসর মনিরুজ্জামান সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আব্দুল মালেক ও চ্যানেল আই রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবু সালে মো: ফাত্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নন্দন সাহিত্য একাডেমির চেয়ারম্যান শেখ সাইদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর নাজির খোকন, এলিনা আকতার, কবি মুসলিমা সুলতানা, কবি ফাহমিদা ইলি, শুকরিয়া ইয়াসমিন, এডভোকেট ইশারা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলতাফ হোসেন, আমজাদ হোসেন ও শাহাদাত আলম বকুল।
প্রধান অতিথির বক্তব্যে এডিশনাল ডিআইজি মুহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, খেলাধুলা ও সংগীত চর্চা যারা করেন, তাদেরকে মাদক স্পর্শ করতে পারে না। তাদের শরীর ও মন প্রফুল্ল থাকে। তিনি শিল্পী এন্ড্রু কিশোরের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনই ছিলেন একজন গুণী শিল্পী। তাঁর শুন্যস্থান অপুরণীয়। আরও বেশী দিন জীবিত থাকলে এদেশকে আরও বেশী দিতে পারতেন। তাঁর জনপ্রিয় গানগুলো অমরতা পাবে বলে আমার বিশ্বাস।
পদ্মা পাড়ের লালন শাহ্ উন্মুক্ত মঞ্চে হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে মুহূর্মুহূ করতালি আর আনন্দ উল্লাসে রাজশাহীর কৃতি সন্তান প্লেব্যাক সম্রাট এড্রু কিশোর’কে গানে গানে স্মরণ অনুষ্ঠান একটি স্মরণীয় দিন হিসেবে রাজশাহীর মানুষের মণিকোঠায় রয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিতির অধিকাংশ।