অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডের পিতার শ্রাদ্ধ্য অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এবং অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডের পিতা স্বর্গীয় প্রবোধ পান্ডের শ্রাদ্ধ্য শনিবার (১৩ এপ্রিল) বাঘা উপজেলার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শ্রাদ্ধ্যানুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। এ সময় মেয়র প্রয়াত প্রবোধ পান্ডের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, সাবেক সংসদ সদস্য রাহেনুল হক, বাঘা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম, কর্ণেল (অবঃ) রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।