পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে যুক্তরাজ্য প্রবাসীদের বিপুল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপিকে যুক্তরাজ্যে বিপুল সংবর্ধনা দিয়েছে সেখানকার প্রবাসীগণ। সপরিবারে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে এই সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয় ।
প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাজ্যে ব্রিটানিয়া ইউনিভার্সিটি চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরিফ যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সেক্রেটারি সাজেদুর রহমান ফারুক, দুদু মিয়া, হাবিবুল হক হাবিব ও অন্যান্য যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ।
সংদর্ভনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা উপস্থিত সকল প্রবাসীদের ধন্যবাদ জানান। এসময় প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রবাসীদের সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এছাড়া তিনি সরকারের মন্ত্রীপরিষদের পক্ষ থেকে প্রবাসীদের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।
প্রাণবন্ত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব এবং সকল প্রবাসীরা মন্ত্রীকে সাদা মনের মানুষ হিসেবে আখ্যায়িত করেন।