রাজশাহীতে শিশু সুরক্ষা বিষয়ক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক বিশেষ গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর হোটেল ওয়ারিশানের সম্মেলন কক্ষে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল, সুফাসেক-ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশের অধীনে “স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন” প্রকল্পের সহায়তায় এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এই সংলাপের আয়োজন করে।
সকাল সাড়ে ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী গোলটেবিল বৈঠকে শিশু যৌন নির্যাতন চিহ্নিতকরণ, উদ্ধার কার্যক্রম ও গণমাধ্যমের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
শিক্ষাবিদ প্রফেসর ড. দিপকেন্দ্র নাথ দাস এর সভাপেিতত্ব, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক পরিচালনা করেন এসিডি টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্কিং) সুব্রত কুমার পাল ও সমন্বয়ক ছিলেন এসিডি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হান্নান। বৈঠকে রাজশাহীর ২০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। বাসসের সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, ধৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন অর রশীদ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, দৈনিক সোনালী সংবাদ সিনিয়র রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান মো. জাহিদ হাসান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, দৈনিক সানশাইনের সিনিয়র রিপোর্টার সরকার দুলাল মাহবুব, গ্লোবাল টেলিভিশনের মো. আব্দুল বাতেন, নাগরিক টিভির সাখাওয়াত সাদী ও স্কাই বাংলার তাসনিয়া খানম প্রমূখ মতামত প্রদান করেন।
বক্তারা বলেন, শিশু যৌন শোষণ রোধে গণমাধ্যম, সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ প্রয়োজন। এছাড়া উদ্ধার হওয়া শিশুদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকত্রীকরণের জন্য শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। গোলটেবিল বৈঠক শেষে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা কার্যক্রমে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।