রাজশাহীতে মাটির ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার উপর উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রগতিশীল কৃষকদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

আজ সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে, কৃষি তথ্য সার্ভিসের রাজশাহী আঞ্চলিক অফিসের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমির মোঃ জাহিদের সভাপতিত্বে প্রশিক্ষণে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মুহাম্মদ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপ পরিচালক মোছা উম্মে সালমা। প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ডঃ মুহাম্মদ নুরুল ইসলাম।

প্রশিক্ষণের রাজশাহী অঞ্চলের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক উপসহকারী কৃষি কর্মকর্তা ও প্রগতিশীল কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ফসল উৎপাদনে মাটির স্বাস্থ্য, সার ব্যবস্থাপনা, কীটনাশক ও পানির ব্যবস্থাপনার উপরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button