হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী ফের প্রথম

এইচ.এম. মোবারক, বাগমারা প্রতিনিধি :

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পরপর দুই বার প্রথম স্থান অর্জন করেছেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আকরাম আলী। রাজশাহী জেলা পুলিশের এই সভায় রাজশাহীর ছয়টি তদন্ত কেন্দ্রের মাসিক অপরাধ পর্যালোচনা করে এ বিষয়ে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও আইনের সঠিক প্রয়োগ এসব দিক বিবেচনায় এনে আইসি আকরাম আলীকে প্রথম পুরস্কার তুলে দেন রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এসময় ফারজানা ইসলাম (এসপি) মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন- রাজশাহীর নবাগত এই পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি থানা ও তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম এ সময় জেলার বিভিন্ন থানার ওয়ারেন্ট তামিল, দায়েরকৃত মামলার তদন্ত এবং অনুদঘাটিত মামলা, মূলতবি মামলা, অপমৃত্যুর মামলা, সড়ক দুর্ঘটনা সংক্রান্তসহ বিভিন্ন মামলার কার্যক্রম ও অগ্রগতি বিশ্লেষণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পান। পুরো জেলায় পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করার দিকনির্দেশনা দেন। এছাড়াও এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ অন্যান্য অপরাধ যাতে না বাড়তে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্যও নির্দেশ দেন। সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button