পবা উপজেলার এক বাড়িতে জানালা ভেঙে ঘরে ঢুকে টাকা ও গয়না চুরি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার এক বাড়িতে জানালা ভেঙে ঘরে ঢুকে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা নগদ সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে দামকুড়া থানা এলাকার বিন্দারামপুর গ্রামের পিয়ারুল ইসলামের বাড়িতে। এ ব্যাপারে রাজশাহীর দামকুড়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, পিয়ারুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও শ্বাশুড়িকে নিয়ে গত১০ ডিসেম্বর সন্ধ্যায় ওমরা হজ্ব করার উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে কেউ ছিলেন না। তবে বাড়ি দেখাশুনার জন্য তার ড্রাইভার মো. ফিরোজ হোসেনকে বলে রাখেন।
গত ২৫ ডিসেম্বর স্ব-পরিবারে ওমরা পালন শেষে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে দেখেন, বাড়ির পিছনের জানালার গ্রিল ভেঙ্গে চারটি ঘরে ঢুকে চোরেরা। সেখানে তিনটি ওয়ারড্রপ ও দুইটি স্টিলের বাক্স ভেঙ্গে স্বর্ণের ডিজাইন করা পাঁচটি মালা, স্বর্ণের চেইন মালা আটটি, আংটি ১০টি, টাইরা একটি, কানের দুল চার জোড়া, হাতের বালা তিন জোড়া, বেসলেট দুইটি, নাকের ফুল চারটি এবং রূপার নুপুর তিন জোড়াসহ মোট ১৮ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়।
এছাড়াও চুরি হয়েছে নগদ সাড়ে আট লাখ টাকা। এ ব্যাপারে দামকুড়া থানায় পিয়ারুল ইসলাম অভিযোগ করেছেন।
দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, চুরির বিষয়ে পিয়ারুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলমান রয়েছে। সন্দেহভাজন আসামিদের তালিকা করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।