ছাত্রদের তথ্যে মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা
পচা মিষ্টি কিনে ফেসবুকে পোস্ট

নিজস্ব প্রতিবেদক: পচা দৈ-মিষ্টি মজুদ ও বিক্রির দায়ে রাজশাহী শহরের এক মিষ্টি দোকানীকে আর্থিক জরিমানা, পরবর্তী সচেতন হওয়ার হুঁশিয়ারি ও পচা দৈ-মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর নামো ভদ্রা রেলগেট এলাকার “রসগোল্লা” মিষ্টি দোকানদারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৫০০০ জরিমানা করেন। সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরও কঠিন সাজার হুঁশিয়ারিও দেন তিনি। এরপর জব্দকৃত পচা দৈ-মিষ্টি উপস্থিত জনতার সামনে ধ্বংস করা হয়। এসময় ছাত্র আন্দোলনেের হাদি, ইমন সহ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে এক ক্রেতা রসগোল্লা মিষ্টির দোকান থেকে আধা কেজি মিষ্টি কিনে বাড়ি ফেরেন। প্যাকেট খোলার পর মিষ্টি খেতে গিয়ে দেখেন প্রতিটি মিষ্টির মধ্যে শক্ত আটার গোলা অর্থাৎ মিষ্টি গুলোতে দুধের ছানা ব্যবহার করা হয়নি। এরপর ঐ ক্রেতা তার ব্যক্তিগত ফেসবুক Subas Zaman আইডি থেকে প্যাকেট সহ মিষ্টির ছবি দিয়ে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন। পরে ঐ পোস্টে অন্যান্য অনেক মানুষের পাশাপাশি রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সদস্যরাও মন্তব্য করে। পরে ছাত্ররা সুবাস জামানের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করলে তারা এ অভিযান পরিচালনা করেন।
এর আগেও সবুজ রঙ্গের ম্যাঙ্গো রসগোল্লা ও রোজার সময়ে গ্রীণ জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করায় দুইবার রসগোল্লা’কে জরিমানা করেছিল ভোক্তা অধিকার।