গোদাগাড়ীর কাকনহাটে ‘নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার’ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে ‘নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার’ বিষয়ে নাগরিক সমাজ, সাংবাদিক ও বিভিন্ন অধিকার ভিত্তিক সংগঠনের সাথে রক্ষাগোলা প্রতিনিধির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহায়তায় সিসিবিভিও রাজশাহী ‘রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এই মতবিনিময় সভা আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিও সভাপতি প্রফেসর মোঃ আবদুস সালাম। সভায় প্রধান আলোচক ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও নির্বাহী প্রধান, বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও কোষাধক্ষ্য ও ব্লাস্ট রাজশাহীর সমন্বয়ক সামিনা বেগম। নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, বলিয়াডাইং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবীর, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আখতার হোসেন; সাংবাদিক প্রতিনিধি ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মামুন অর রশিদ, দৈনিক ইত্তেফাকের মোঃ আনিসুজ্জামান, ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মাহাবুল ইসলাম, রাজশাহী নিউজ২৪ প্রতিনিধি জয় বিশ^াস।

ঐতিহ্যবাহী কাঠামোর প্রতিনিধি ছিলেন দিঘরী বাইসি প্রধান সিষ্টি বারে, গড়াইত দিঘরী বাইসী পরিষদের সভাপতি ললিন সরদার, গোদাগাড়ী থানা পারগানার সাধারণ সম্পাদক দীনেশ হাসদা, রাজোয়াড় বাইসি প্রধান জিতেন্দ্রনাথ রাজোয়াড়, পাহাড়িয়া বাইসির নেতা রঘুনাথ পাহাড়িয়া এবং রক্ষাগোলা সংগঠনের প্রতিনিধি ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা, উপদেষ্টা প্রসেন এক্কা ও সদস্য সুধীর সরেন, রঞ্জিত সাওরিয়াসহ প্রমুখ।

সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী। মুক্ত আলোচনায় অংশ নেন দিনেশ হাসদা, সিষ্টি বারে, ললিন সরদার, জিতেন্দ্রনাথ রাজোয়াড়, রঞ্জিত সাওরিয়া, আকবর আলী, মোহাঃ আব্দুর রশিদ, মোঃ আতাউর রহমান, মুরাদ আলী, সাখাওয়াত হোসেন, ইসমাইল হোসেন বিপ্লব, নুরুল ইসলাম, মামুন অর-রশিদ, জাহাঙ্গীর কবিরসহ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সিসিবিভিও পরিবীক্ষণ ও তথ্য-প্রযুক্তি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন ও সিসিবিভিও কর্মসূচি সমন্বয়কারী আরিফ ইথার। এসময় উর্ধ্বতন হিসাবরক্ষক এ.এইচ.এম তারিক, মাঠ কর্মকর্তা পৌল টুডু ও সমাজ সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল বলেন, “রাজনৈতিক ক্ষেত্রেও বৈষম্য আছে যেমন গ্রামের রাজনীতি আর শহরের রাজনীতির পার্থক্য আছে। গ্রামের নেতা শহরের নেতার সামনে কথা বলতে পারেন না, ছোট নেতা বড় নেতার সামনে কথা বলতে পারেন না। আমরা যারা কৃষির সাথে জড়িত তাদের রাজনৈতিক প্রতিহিংসায় নিজেরা নিজেরা হানাহানি করা ঠিক না। এই পরিস্থিতিতে আমাদের উচিৎ হবে পাড়া ভিত্তিক ঐক্যের চর্চা করা। সিসিবিভিও কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না। সিসিবিভিও কাজ করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। সবদলের অংশগ্রহণে গ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের বক্তব্যে তিনটি আহ্বান জানিয়েছি, আপনারা সে অনুযায়ী নাগরিক কমিটি গঠন করুন, আমরা আপনাদের পাশে আছি।”

সভার সভাপতি সকলের মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত দুষ্কৃতিকারীরা এসময় বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কোন রাজনৈতিক দলের না। আমাদেরকে অসহায় আদিবাসীদের রক্ষার্থে সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে।”

এর আগে অতিথিবৃন্দের আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button