বিএমডিএ গোমস্তাপুর জোনাল অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোয়ারদার করন প্রকল্পের আওতায় গোমস্তাপুর জোনাল অফিস ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। গতকাল সোমবার (১৫ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বিএমডিএ’র জোন অফিস ভবন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। ফলক উন্মোচনের মধ্যে দিয়ে গোমস্তাপুর জোন অফিস ভবনের কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোয়া ও বৃক্ষ রোপন করেন সম্মানিত অতিথিগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রাজশাহী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, নির্বাহী প্রকৌশলী চাঁপাইনবাবগঞ্জ মামুনুর রশিদ, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর জোন সহকারী প্রকৌশলী আহসান হাবীব, ভোলাহাট উপজেলা জোন সহকারী প্রকৌশলী লোকমান হাকিমসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়ন সহ সক্ষমতা জোয়ারদার করন প্রকল্পের আওতায় ৩ তালা নিশিষ্ট ভবনটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হবে।