রাজশাহীতে ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও বেকারী সমিতির স্বাস্থ্য বিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মনিটরিং
নিজস্ব প্রতিবেদক :
গতকাল শনিবার বিকাল ৫টায় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও বেকারী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্বাস্থ্য বিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মনিটরিং ও সচেতন করার লক্ষ্যে বিসিকের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। এ সময় পদ্মা ফুড ইন্ডাষ্ট্রিজ, বিশাল ফুড ইন্ডাষ্ট্রিজ, সৌম্য বেকারী, ইউসুপ বেকারী, শাহ্ মখদুম বেকারী, জোসনা ফুড ইন্ডাষ্ট্রিজ, আহার বেকারীসহ বিসিকে অবস্থিত আরও বেশ কিছু কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে বেকারী ব্যবসায়ী সমিতির বিভাগীয় সভাপতি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী কারখানার মালিক, কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, এই করোনা কালিন পরিস্থিতিতে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে সকল উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে, সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মানতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, কারখানা শ্রমিকগন ব্যাক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করবে এবং অ্যাপোন পরিধান করবে, সাথে সাথে সমস্ত কারখানা পরিস্কার-পরিচ্ছন্ন রাখবে এবং জীবানু মুক্ত করবে। বিক্রয় কেন্দ্রে অবশ্যই মুল্য তালিকা টাঙ্গাতে হবে। মনিটরিং টিম এর সাথে উপস্থিত ছিলেন রাজশাহী ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারী সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা, সহ-সভাপতি আবু বাক্কার আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ আলী, ব্যবসায়ী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টুকু ও সদস্য চন্দন সরকার প্রমুখ।