রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক :
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যলয়ে গতকাল বিকেলে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সংস্থার সভাপতি মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। সভায় সবসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্দোগ্যে মুজিববর্ষ আন্তঃজেলা ব্যাডমিন্টন ও কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হবে। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম-সচিব ও সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক, ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, মোঃ ডাবলু সরকার, মাহমুদ জামাল, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।