যুক্তরাষ্ট্রে হাসপাতালেই সম্পন্ন হলো করোনা রোগীর বিয়ে!
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। সেই সঙ্গে মৃতের সংখ্যাও বেড়েই চলছে। এমন শঙ্কাময় পরিস্থিতির মধ্যে দারুণ এক ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাসপাতালে৷ করোনা আক্রান্ত রোগীর সঙ্গে হাসপাতালেই বিয়ে করলেন তার বান্ধবী! যার ছবি ও ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল৷
জানা গেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান আন্তানিও শহরে করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় মেথডিস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন কার্লোস মুনিজ৷ হাসপাতালে তার অবস্থার অবনতি হতে থাকে৷ এমনকি একসময় এতটাই শারীরিক সমস্যা হয় যে তাকে আইসিইউতে ভর্তি করা হয়৷ তবে শেষ পর্যন্ত তিনি করোনা মুক্ত হন৷ এদিকে আক্রান্ত হওয়ার আগেই বিয়ের কথা ছিলো কার্লোসের। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সেটি আর সম্পন্ন হয়নি। তাই করোনা থেকে মুক্তি পাওয়া পরই কার্লোসের বান্ধবী গ্রেস সময়ক্ষেপণ না করে সকলের সাহায্যে হাসপাতালেই বিয়ে করেন কার্লোসকে৷ করোনা থেকে সেরে উঠলেও দুর্বলতা থাকায় পাত্র কার্লোস অবশ্য হাসপাতালের বেডেই শুয়ে ছিলেন বিয়ের প্রক্রিয়া হওয়ার সময়৷
এমনভাবে বিয়ের আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান কার্লোশের স্ত্রী গ্রেস। স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর দেখানো হয়৷ সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সর্বত্র৷