মার্চেই বসছে মেট্রোরেলের প্রথম ২টি স্প্যান
যদিও পরিকল্পনা অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রোরেল প্রকল্পের কাজ হয়ে আসার কথা থাকলেও কাজের সুবিধার্থে ও প্রকল্পটি দৃশ্যমান করতে আগারগাঁওয়েই প্রথম স্প্যান ২টি বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা গেছে।
এ প্রসঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার। এরই অংশ হিসেবে আগারগাঁও ৯ নম্বর স্টেশনের সামনে দুটি স্প্যান বসানো হবে। প্রতিটা স্প্যানের দৈর্ঘ্য হবে ৩০ মিটার। চলতি মাসের মার্চেই বসানো হবে দুটি স্প্যান। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরার তৃতীয় পর্ব আগারগাঁও পর্যন্ত চালু করা হবে।
অগ্রগতির বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এরইমধ্যে ৯০টি মূল পাইল নির্মাণ কাজ শুরু হয়েছে। এক হাজার ৫৯৫ কোটি টাকায় শুরু হয়েছে ডিপো এলাকার কাজ। বর্তমানে সাইট অফিসের নির্মাণকাজ ও ডিপোর অভ্যন্তরে চেক বোরিং এবং টেস্ট পাইল নির্মাণের কাজ চলছে। ২০২৪ সালের মধ্যেই পুরো প্রকল্প শেষ হবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক: দ্রুত গাতিতে এগিয়ে চলেছে বহুল আকাঙ্খিত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের কাজ। তারই ধারাবাহিকতায় এবার দৃশ্যমান হতে যাচ্ছে মেট্রোরেল প্রকল্পের প্রথম ২টি স্প্যান। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসেই আগারগাঁওস্থ অংশে ওই দুইটি স্প্যান বসানো হবে। স্প্যান দুইটি বসানোর মাধ্যমে প্রকল্পটির কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। এরইমধ্যে প্রকল্পটির ৩৪ ভাগ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরে দৃশ্যমান হবে `ম্যাস র্যা পিড ট্রেন`।