নগরীতে বিদেশী ব্রান্ডের বিপুল নকল কসমেটিকসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বিদেশী ব্রান্ডের বিপুল পরিমাণ নকল কসমেটিকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতার এহেসানুল হক সোহেল (৩৬) কুষ্টিয়ার খোকশা থানার কমলাপুর (দক্ষিণপাড়া) গ্রামের আঃ হান্নানের ছেলে।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকার মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভূয়া কোম্পানীর বিভিন্ন প্রকারের ভেজাল কসমেটিকসহ সোহেলকে হাতেনাতে আটক করা হয়। আটক কসমেটিক সামগ্রীর বাজার মূল্য আনুমানিক পৌণে ২ লক্ষ টাকা। সে রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে উক্ত ভুয়া কোম্পানীর নকল কসমেটিক বাজারজাত করছিল। উক্ত পণ্য রাজশাহীসহ অন্যান্য জেলার নামি দামী মার্কেট ও শপিংমলে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। যা ব্যবহারে ত্বকের ক্যান্সারসহ গুরুত্বর স্বাস্থ্যের ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।