অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বারাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি জননেতা আব্দুল ওয়াদুদ দারা। আজ শুক্রবার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যু হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের অপুরণীয় ক্ষতি হলো। কারণ তিনি দল ও দেশের স্বার্থে সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্থিশালী করার জন্য আওয়ামী লীগের দুঃসময়ে কঠোর পরিশ্রম করেছিলেন। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ সাহারা খাতুনকে চিরদিন স্মরণীয় করে রাখবে। তাঁর আদর্শকে আমরা চিত্তে ধারণ করে আগামীর পথচলা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তাঁর মৃত্যুতে রাজশাহী জেলা আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত।